সোনাদিয়া এ. বারী দাখিল মাদ্রাসা হাতিয়া, নোয়াখালী। বাংলাদেশের সর্ব দক্ষিন প্রান্তে তিনদিকে খরস্রোতা মেঘনা ও দক্ষিনে বঙ্গোপসাগরের কোল ঘেসে পলির বুক চিরে জেগে উঠা দ্বীপ। উপজেলা হাতিয়ার দক্ষিন অংশে সোনাদিয়া ইউনিয়নে আজ থেকে ৩০ বছর পুর্বে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার আলো বিকিরন করে আসছে বলেআনন্দিত। আমি আশা করি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এ মাদ্রাসাটি আগামীতে আরো যুগপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দেশ ও জাতীকে শিক্ষার আলো উপহার দেবে।
শিক্ষা জাতীর মেরুদন্ড ও মূল চালিকা শক্তি। শিক্ষাকে অবহেলা, বাদ দিয়ে কোন জাতি উন্নত হতে পারে না।স্রষ্ঠার শ্রেষ্ঠ জীব মানব জাতিকে আত্ন নির্ভরশীল উন্নততর যোগ্য মানুষে পরিনত করাই শিক্ষার লক্ষ। এই সত্যকে বাস্তবে রুপা্য়িত করার লক্ষে অত্র এলাকার সুনাম ধন্য সুযোগ্য সমাজ সেবক শিক্ষানুরাগী জনাব মাষ্টার গিয়াস উদ্দীন বি,কম বি,এড অক্লান্ত শ্রম ত্যাগ স্বীকার করে এই দূর্গম ও প্রত্যন্ত অঞ্চলে 1986 সালে অত্র (উনার বাবা মন্সী আবদুল বারীর) নামে সোনাদিয়া এ. বারী দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। যার ফল শ্রুতিতে অত্র নিরক্ষর এলাকার ছেলেমেয়েরা এই মাদ্রাসার উচিলা প্রাথমিক শিক্ষা হতে দাখিল/এস,এস,সি সমমান শিক্ষা লাভ করে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ব বিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠান হতে উচ্চ ডিগ্রি লাভ করে। এই নিরক্ষর এলাকাকে আলোকিত করতে সফল হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি এতদাঞ্চলে জ্ঞান বিজ্ঞানের আলোকে আলোকিত ও যোগ্য মানুষ গড়তে যে অগ্রনী ভূমিকা পালন করছে তা প্রশংসনীয়। প্রতি বছর পাবলিক পরীক্ষা এ মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা জি,পি,এ ফাইভ নিয়ে কৃতিত্বের সাথে ফলাফল অর্জন করে।
লেখাপড়ার পাশাপাশি শির্ক্ষার্থীরা সৎ ও আদর্শ জীবন গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ত্ব রক্ষায় উদ্বূদ্ধ জয়ে বাংলাদেশকে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী প্রাগতিশীল কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে এটাই আমার আশা ও প্রত্যাশা।